Monday , June 25 2018
Home / বিনোদন / হঠাৎ করে, যে কারণে নায়ক রাজ্জাকের বাসায় ফুল হাতে ছুটে গেলেন অভিনেত্রীরা

হঠাৎ করে, যে কারণে নায়ক রাজ্জাকের বাসায় ফুল হাতে ছুটে গেলেন অভিনেত্রীরা

নায়ক রাজ রাজ্জাক। বাংলা চলচ্চিত্রের এক কিংবদন্তির নাম। তবে এখন তিনি আর অভিনয়ে নেই। সেটা সবারই জানা। বয়সের কারণে এক সময়কার তুখোড় অভিনেতা রাজ্জাক এখন নিজ বাসাতেই থাকছেন।

বয়স বেশি হওয়ায় নানা জটিলতার কারণেই তিনি বাসায় থাকেন। তেমন কোনো প্রয়োজন না থাকলে বাসা থেকে বের হন না। তাই বলে কি কিংবদন্তি এই অভিনেতাকে দেখার সুযোগ কেউ মিস করবেন? নিশ্চয়ই না।

আর তাই তো দেশের নামকরা সব অভিনয়শিল্পীরা প্রতিনিয়ত ছুটে যান রাজ্জাকের বাসায়। তেমনটাই ঘটে গেল গত দুইদিন আগে। অভিনেত্রী সুষমা সরকার, স্বাগতা, আইরিন তানিসহ আরও বেশ কয়েকজন তরুণ অভিনেত্রী গিয়েছিলেন। এ সময় রাজ্জাকের ছোট সন্তান সম্রাটও ছিলেন।

এ বিষয়ে সুষমা সরকার বলেন, ‘মূলত দুই দিন আগে হঠাৎ করে আমরা নায়ক রাজের বাসায় ইফতারের পার্টিতে অংশ নিতে গিয়েছিলাম। বেশ আন্দদ হলো। কিংবদন্তিরে সংঙ্গে আমরা সবাই ছবিও তুলে রাখলাম।’

Check Also

বিরাটের কুকুরের সঙ্গে কী করলেন আনুষ্কা?

বিরাট এখন রয়েছেন জোহানেসবার্গে। চলছে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট। আর অন্যদিকে সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে …