Monday , May 28 2018
Home / বিনোদন / সাদাসিধে পায়েলকে এবার দেখা যাবে এই ‘বোল্ড’ রুপে!

সাদাসিধে পায়েলকে এবার দেখা যাবে এই ‘বোল্ড’ রুপে!

কলকাতার মোটামোটি জনপ্রিয় অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয় পায়েল সরকারকে। এ যাবৎ যে’কটি ছবিতে তিনি অভিনয় করেছেন তার প্রতিটিতেই তাকে সাদাসিধে পোশাক ও সাদাসিধে চরিত্রে দেখা গেছে। তবে নতুন ছবি ‘চলচ্চিত্র সার্কাস’ এ তিনি হাজির হচ্ছেন সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে। ছবিতে একাধিক বোল্ড দৃশ্যে দেখা যাবে ওপার বাংলার এ নায়িকাকে।

চলচ্চিত্রের ভাষায় ‘বোল্ড চরিত্র’ বলতে সাধারণত পোশাকে এবং চরিত্রে খোলামেলা ভাবকেই বোঝায়। নিজের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য যেটা চলচ্চিত্র জগতের অভিনেতা-অভিনেত্রীরা হরহামেশাই করে থাকেন। নতুন ছবি ‘চলচ্চিত্র সার্কাসে’ ঠিক তেমনি একটা চরিত্রে হাজির হবেন পায়েল।

নতুন এ ছবিতে পায়েল ছাড়াও আছেন বলিউড ও টালিউডের ‘সেক্স সিম্বল’ হিসাবে খ্যাত তারকা অভিনেত্রী পাওলি দাম। তবে ‘চলচ্চিত্র সার্কাসে’ পোশাকে ও অভিনয়ের মাধ্যমে উত্তাপ ছড়ানোর দায়িত্বটা বোধহয় এবার তিনি পায়েলের ওপরেই ন্যস্ত করেছেন। কেননা, কমিডি ঘরানোর এ ছবিটিতে একজন সহকারী পরিচালকের ভূমিকায় অভিনয় করছেন পাওলি।

‘চলচ্চিত্র সার্কাস’ পরিচালনা করছেন মৈনাক ভৌমিক।ছবি প্রসঙ্গে তিনি জানান, ‘অনেক মানুষই শুধু সিনেমা দেখেন এবং সিনেমার অভিনেতা- অভিনেত্রীদেরকেই চেনেন। ইন্ডাস্ট্রির অন্দরমহলের চিত্রটা তারা জানেন না। আমার নতুন ছবিটিতে সেটাকেই সুন্দরভাবে ফুটিয়ে তুলবো আমি।’

‘চলচ্চিত্র সার্কাস’ ছবিটিতে পাওলি দাম ও পায়েল সরকার ছাড়াও অভিনয় করেছেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল। ছবিটিতে নায়কের দাদার চরিত্রে দেখা যাবে তাকে।

Loading...

Check Also

বিরাটের কুকুরের সঙ্গে কী করলেন আনুষ্কা?

বিরাট এখন রয়েছেন জোহানেসবার্গে। চলছে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট। আর অন্যদিকে সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে …