Monday , August 19 2019
Home / রাজনীতি / শিক্ষার্থীদের তল্লাশির মুখে রিজভী, অতঃপর

শিক্ষার্থীদের তল্লাশির মুখে রিজভী, অতঃপর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবার শিক্ষার্থীদের লাইসেন্স তল্লাশির মুখে পড়েছেন। শুক্রবার শাহবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে রিজভীর গাড়ি আটক করে লাইসেন্স দেখতে চায়। তবে বিএনপির এই নেতা এ পরীক্ষায় পাস করেছেন। শিক্ষার্থীরা গাড়ির লাইসেন্স দেখতে চাইলে বিএনপি নেতা রিজভী হাত বাড়িয়ে লাইসেন্স দেখান। পরে গাড়িটিকে ছেড়ে দেয়া হয়।

ছুটির দিনও নগরীর বিভিন্ন এলাকা এমনকি মোহাম্মদপুরের অলি-গলিতেও লাইসেন্স তল্লাশি করতে দেখা গেছে। তবে শাহবাগে শিক্ষার্থীদেরকেও পড়তে হয়েছে তল্লাশিতে। ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী গাড়ির লাইসেন্স পরীক্ষা করতে শুরু করলে পুলিশও শিক্ষার্থীদের পরিচয়পত্র পরীক্ষা করে।

গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের জেরে নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীরা যে আন্দোলন গড়ে তুলেছে তার মধ্যে বুধবার থেকে শুরু হয়েছে ব্যাপকহারে লাইসেন্স তল্লাশি।

Check Also

শেখ হাসিনা ছাত্রলীগের কমিটি উপহার দেবেন জানিয়ে যা বললেন কাদের

আওয়ামী লীগ সভাপতি ও ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা যাচাই-বাছাই করে সংগঠনটির কমিটি উপহার দেবেন …