Thursday , December 14 2017
Home / ভিন্ন স্বাদের খবর / রাস্তায় সিংহ নিয়ে ঘুরতে বের হলেন ব্যবসায়ী! অত:পর

রাস্তায় সিংহ নিয়ে ঘুরতে বের হলেন ব্যবসায়ী! অত:পর

Loading...

পাকিস্তানের রাজপথে বনের রাজা সিংহ। এমনই দৃশ্য দেখে চমকে গেলেন করাচির পথচারীরা। ব্যস্ততম করাচির সড়কে ছুটছে গাড়ি৷ তার মধ্যে থেকে উঁকি মারছে বিশাল সিংহ। দেখে ভয় পাওয়ারই কথা।

সিংহটা তখন গাড়ির জানালা দিয়ে তাকিয়ে ছিল রাস্তার মানুষের দিকে। আর সেই দৃশ্য দু’চোখ ভরে দেখছেন করাচিবাসী। গাড়ি চেপে সিংহের সেই হাওয়া খাওয়ার দৃশ্য বন্দি হল অনেকের মোবাইলে। তারপরেই সোশাল মিডিয়ায় হইহই কাণ্ড।

রমজান মাস চলছে। ইফতারের পর করাচির রাস্তায় ঘুরতে বের হয়েছিলেন ব্যবসায়ী সাকলাইন জাভেদ। সিংহটি তার পোষ্য। ঘুরতে বের হয়ে গাড়ি থেকে মুখ বের করে সবাইকে দেখছিল সিংহটি।

এরপরেই নড়ে চড়ে বসে পুলিশ। সিংহ নিয়ে রাস্তায় বের হওয়ার অপরাধে গ্রেফতার করা হয় ব্যবসায়ী সাকলাইনকে৷ পরে জানা যায়, বিভিন্ন পশুকে বাড়িতে রাখার জন্য সাকলাইনের লাইসেন্স রয়েছে। বাড়িতে একটা ছোট্ট চিড়িয়াখানা বানিয়েছেন তিনি৷

Loading...
Loading...

Check Also

যে অভিশপ্ত মন্দিরে গেলে মানুষ পাথর হয়ে যায়!

Loading... অভিশপ্ত মন্দির! এমন মন্দির, যেখানে অভিশাপে মানুষ পাথর হয়ে যায়৷ এমনটাই কথিত আছে রাজস্থানের …