Tuesday , April 24 2018
Home / আন্তর্জাতিক / রাষ্ট্রপতি পদের জন্য আবারো লড়াই করবেন সেই চা বিক্রেতা!

রাষ্ট্রপতি পদের জন্য আবারো লড়াই করবেন সেই চা বিক্রেতা!

কথাটা শুনতে অবাক লাগে। রাষ্ট্রপতি পদের জন্য এবার লড়াই করতে চলেছেন ভারতের মধ্যপ্রদেশের এক চা ওয়ালা। এটাই প্রথমবার নয়, এ নিয়ে চতুর্থবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন তিনি। ৩০ বার ভোটে হেরেও থেমে থাকেননি তিনি। আশাহত হননি।

ভারতের গোয়ালিয়রের এই চা বিক্রেতা ১৯৯৪ সাল থেকে ভোটে লড়ে চলেছেন। এর আগে ভাইস-প্রেসিডেন্ট পদের জন্যও লড়াই করেছেন তিনি। আনন্দ সিং কুশওয়াহা জানিয়েছেন, তিনি নিয়মিত বিধায়ক ও সাংসদদের সঙ্গে যোগাযোগ রাখেন। এবার তিনি আশা করছেন যে অনেক ভোট পাবেন।

১৯৯৪ থেকে প্রত্যেকটা নির্বাচনের কথা মনে করতে পারেন তিনি। রাষ্ট্রপতি হওয়ার জন্য ৫০ জন ভোটারের সমর্থন ও ৫০ জন ব্যাকার প্রয়োজন হয়। কোনোরকমে টাকা জোগাড় করে সিকিউরিটি ডিপোজিট জমা করেছেন। চা বিক্রি করেই একটু একটু করে টাকা জমিয়েছেন তিনি।

তিনি জানান, ২০১৩-র অ্যাসেম্বলি ইলেকশনে কুশওয়াহা ৩৭৬ টি ভোট পান। ২০১৪-র লোকসভা নির্বাচনের সময় তিনি নিজের ১০০০০ টাকার সম্পত্তি ও ৫০০০ টাকা নগদ ঘোষণা করেন। গাড়ি কেনার সামর্থ্য নেই, তাই পায়ে হেঁটেই প্রচার সারেন তিনি। সেইসময় তার স্ত্রী চায়ের দোকানটি চালায়। সুত্রঃ ইন্টারনেট

Loading...

Check Also

বোমাবর্ষণে কাঁপছে পাক-ভারত সীমান্ত, ৯ হাজার বোমাবর্ষণে ধুলোয় মিশল বহু সেনাঘাঁটি!

‘একের জবাব পাঁচ’। এমনটাই নির্দেশ ছিল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের। সেই কথাই অক্ষরে অক্ষরে পালন …