Monday , April 23 2018
Home / এক্সক্লুসিভ / মৃত্যুর হাত থেকে বাঁচতে এসে পরিনতি সেই মৃত্যু!

মৃত্যুর হাত থেকে বাঁচতে এসে পরিনতি সেই মৃত্যু!

মৃত্যুর হাত থেকে বাচার আশায় বাংলাদেশে অনুপ্রবেশকালে সেই মৃত্যুর কোলেই চলে গেল ২০ জন রোহিঙ্গা। কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে রোহিঙ্গাভর্তি একটি নৌকা ডুবির ঘটনায় শিশু ও নারীসহ সব মিলিয়ে ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতের কোন এক সময় প্রবল ঢেউয়ের কারনে নৌকাটি ডুবে যায় বলে ধারনা করা হচ্ছে। প্রথম দিনে ৪ জন ও আজ সকালে আরো ১৬ জনের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের উদ্ধার করা ২০ জনের লাশ যেকোনো সময় মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

Loading...

Check Also

সাকিবের ছোট বোনের বিয়েতে খরচ হলো কত টাকা?

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একমাত্র বোন জান্নাতুল ফেরদৌস রিতুর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। পাত্র …