Friday , September 22 2017
Home / ধর্ম ও জীবন / ‘মসজিদে দেওয়া যায়, নেওয়া যায় না’ কথাটি কি শুদ্ধ?

‘মসজিদে দেওয়া যায়, নেওয়া যায় না’ কথাটি কি শুদ্ধ?

x
Loading...
Loading...
Loading...

প্রশ্ন : ‘মসজিদে দেওয়া যায়, কিন্তু নেওয়া যায় না’, তাই মসজিদের জমিতে অবস্থিত ফলবান গাছের ফল-ফলাদি মুসল্লিরা কোন শর্তে খেতে পারবেন?

উত্তর : মসজিদে দেওয়া যায় কিন্তু নেওয়া যায় না, এ কথা শুদ্ধ নয়। মসজিদের গাছের ফল-ফলাদি মসজিদের হক। যদি মসজিদের হক হিসেবে মুসল্লিরা খান, তাহলে সেটি জায়েজ। আর যদি মনে করে যে বিক্রি করে মসজিদের কাজে লাগাবে, সেটাও জায়েজ। এখানে দুটিই জায়েজ রয়েছে। এসব ব্যাপারে মসজিদের ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নেবে। কমিটি সিদ্ধান্ত নেবে যে এই ফল মুসল্লিরা খাবে নাকি মুসল্লিরা মসজিদের স্বার্থে এই ফল বিক্রি করে তার পর সেই টাকা মসজিদের প্রয়োজনীয় খাতে ব্যবহার করবে। কমিটির সিদ্ধান্তের আলোকেই ব্যবস্থাপনা হবে, কাজ সেভাবেই হবে।

এনটিভি/আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ/

Loading...
Loading...
Loading...

Check Also

আজ পবিত্র হজ

x Loading... Loading... Loading... ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’ …