Friday , September 22 2017
Home / খেলাধুলা / বিশ্বকাপের টিকিট বাজারে, নিতে হলে যা করতে হবে

বিশ্বকাপের টিকিট বাজারে, নিতে হলে যা করতে হবে

x
Loading...
Loading...
Loading...

বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর শুরু হতে যাচ্ছে আগামী বছরের জুনেই। তবে এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা দিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকেই অনলাইনে ছাড়া হচ্ছে বিশ্বকাপের টিকিট।

গ্রুপ পর্বের ম্যাচগুলোর মূল্যের টিকিট হচ্ছে ১০৫ ডলারের। যা কিনা বিশ্বকাপে সবচেয়ে কম মূল্যের টিকিট। অন্যদিকে সবচেয়ে বেশি মূল্যের টিকিট হচ্ছে ফাইনাল ম্যাচের। যার মূল্য কিনা ১১০০ ডলার।

এ নিয়ে ফিফা জানিয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে যে টিকিটগুলো বিক্রি হবে সেগুলো হবে দুই ধাপে।

ফিফা সেক্রেটারি জেনারেল ফাতমা সামুরা বলেন, আমরা এমনভাবে টিকেটিং সিস্টেমটা করতে চাই, যাতে সব ধরনের সমর্থকরা এই সুবিধা অর্জন করতে পারে। এর কারণ, সমর্থকরাই হচ্ছে বিশ্বকাপের প্রাণ।

Loading...
Loading...
Loading...

Check Also

দিন শেষে এগিয়ে থাকলো বাংলাদেশ, দেখে নিন স্কোর!

x Loading... Loading... Loading... বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে আজ মাঠে নামে …