Monday , April 23 2018
Home / বিনোদন / বিরাটের কুকুরের সঙ্গে কী করলেন আনুষ্কা?

বিরাটের কুকুরের সঙ্গে কী করলেন আনুষ্কা?

বিরাট এখন রয়েছেন জোহানেসবার্গে। চলছে ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট। আর অন্যদিকে সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন সদ্য বিয়ে হওয়া অনুষ্কা শর্মা !

একের পর এক ছবি অনুষ্কার হাতে ৷ একদিকে শাহরুখের সঙ্গে জিরো, অন্যদিকে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সুই-ধাগা’৷ তার ওপর নিজের প্রোডাকশনের ছবি পরীও রয়েছে পাইপলাইনে !

এই ব্যস্ততার মধ্যেই বুধবার ছুটি পেয়েছিলেন অনুষ্কা ৷ ছুটির দিনে বিরাটের কুকুরের সঙ্গে কী করলেন আনুষ্কা ? আর ছুটির দিনে পুরো সময়টা বাড়িতেই কাটালেন অনুষ্কা৷ শুধু সঙ্গে ছিল বিরাটের পোষ্য কুকুর ! সেই ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করলেন অনুষ্কা, লিখলেন ‘আন্দাজ করুন, কার সঙ্গে আমি আমার অফ ডে কাটাচ্ছি !’

Loading...

Check Also

‘ইমরান খান পাকিস্তানের ‘সানি লিওন’

বলিউডে সানি লিওন যেমন একের পর এক স্ক্যান্ডাল সৃষ্টি করে সবসময় আলোচনায় থাকেন তেমনি ইমরান …