Wednesday , March 21 2018
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / পৃথিবীর উপর আছড়ে পড়তে চলেছে ধুমকেতু, ধ্বংস হতে পারে পৃথিবীর বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর!

পৃথিবীর উপর আছড়ে পড়তে চলেছে ধুমকেতু, ধ্বংস হতে পারে পৃথিবীর বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর!

যে কোনও মুহূর্তে পৃথিবীর উপর আছড়ে পড়তে চলেছে ধুমকেতু৷ আর তার জেরে ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর৷ এমনই এক ভয়াবহ বার্তার আভাস দিলেন বেশ কিছু বিশেষজ্ঞ৷

কুইনস বিশ্ববিদ্যালয়ের অ্যালান ফিটজসিমোনস জানিয়েছেন, আগামী ৩০ জুন ধুমকেতু দিবস৷ তবে, এই দিনটি কেন ধুমকেতু দিবস হিসেবে পরিচিত

সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ১৯০৮সালের একটি ঘটনা তুলে ধরেছেন৷ সাইবেরিয়ার টুংস্কাতে একটি ধুমকেতু এসে আছড়ে পরে আর এর জেরে টুংস্কার প্রায় ২০০০স্কোয়ার কিমি ধ্বংস হয়ে গিয়েছিল৷ এই বিষয়টি নিয়েই আগামী ৩০জুন লুক্সেমবার্গে একটি প্রেসেন্টেশন দেবেন ফিটজসিমোনস৷

তিনি আরও জানিয়েছেন, যে নয়া এই ধুমকেতুটি পৃথিবীর উপর আছড়ে পড়তে নাও পারে৷ কারণ মহাকাশচারীরা জানিয়েছেন, মহাকাশ থেকে প্রায়ই দেখা যায় পৃথিবীর চারপাশে ঘুরে বেরাচ্ছে অনেক ধুমকেতু৷ কিন্তু এই সমস্ত ধুমকেতুগুলির ফলে পৃথিবীতে কোনও ক্ষতি হচ্ছেনা৷ তবে, টুংস্কার মতন পরিস্থিতিও যে হবেনা সেই বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু জানাননি বিজ্ঞানীরা৷-

Loading...

Check Also

নতুন খবর, সোফিয়াকে আনতে সরকারের এক টাকাও খরচ হয়নি, টাকা এসেছে…..

কয়েকদিন আগেই বাংলাদেশে বেড়াতে এসেছিল মানবিক রোবট সোফিয়া। যেখানে মোট খরচ হয়েছিল প্রায় ৯০ লাখ …