Tuesday , July 23 2019
Home / এক্সক্লুসিভ / নুহ (আ.) মোবাইল ফোন ব্যবহার করতেন: তুরস্কের অধ্যাপক

নুহ (আ.) মোবাইল ফোন ব্যবহার করতেন: তুরস্কের অধ্যাপক

তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটির মেরিন সাইন্স ফ্যাকাল্টির এক অধ্যাপক ইয়াবুজ অর্নেক দাবি করেন ইসলাম ধর্মের নবী হজরত নুহ (আ.) মোবাইল ফোন ব্যবহার করতেন।

অর্নেকের বরাত দিয়ে দেশটির হুররিয়াত ডেইলি এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গণমাধ্যম আল আরাবিয়া।

ওই অধ্যাপক বলেন, ‘যখন তিনশ থেকে চারশ ফুট উঁচু ঢেউ উঠছিল তখন তার (নুহ আ.) ছেলে অনেক দূরে অবস্থান করছিলেন। কুরআনে বলা হয়েছে, নুহ (আ.) তার ছেলের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তারা কিভাবে যোগাযোগ করতে সমর্থ হলেন? এটা কি কোনো অলৌকিক ঘটনা? তা কি সম্ভব? তবে আমরা বিশ্বাস করি, তিনি (নুহ আ.) মোবাইল ফোনের মাধ্যমে তার ছেলের সঙ্গে কথা বলেছেন। ’

Check Also

কাঁদলেন-হাসলেন মুশফিক

মুশফিকুর রহিম সুযোগ পেলেই অসহায় মানুষের পাশে দাঁড়ান। অসহায় মানুষকে মনের অন্তরতল থেকে জানান সহমর্মিতা। …