Monday , May 28 2018
Home / এক্সক্লুসিভ / নিজেদের বিয়েতে নাচলেন সংস্কৃতি মন্ত্রীর মেয়ে-জামাই! (ভিডিও)

নিজেদের বিয়েতে নাচলেন সংস্কৃতি মন্ত্রীর মেয়ে-জামাই! (ভিডিও)

বিয়ের পিড়িতে বসেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের কন্যা সুপ্রভা তাসনিম। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুর্মিটোলার গলফ গার্ডেনে আসাদুজ্জামান নূর ও শাহীন আখতার দম্পত্তির একমাত্র কন্যা তাসনিম ব্রিটিশ নাগরিক টিমথি স্টিফেন গ্রীনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তাসনিম এর বিয়েতে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল। উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সচিব, বিচারপতি, আইনজীবী, চিকিৎসক, লেখক, কবি, সাংবাদিকসহ সাংস্কৃতিক অঙ্গনের তারকারা।

বিয়েতে আরও উপস্থিত ছিলেন বর ও কনে পক্ষের আত্নীয় স্বজনরাও। বিয়েতে উপস্থিত সবাই নব দম্পত্তির জন্য দোয়া করেন। বিয়ের অনুষ্ঠান ঘিরে ছিল ব্যাপক আয়োজন। সেই অনুষ্ঠানে নেচেছেন, বড়-কনেসহ আমন্ত্রিত অনেক অতিথিরাও। সংস্কৃতি মন্ত্রীর মেয়ের বিয়ের জমজমাট সেই অনুষ্ঠানের চুম্বক অংশের ভিডিও দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন।

Loading...

Check Also

কাঁদলেন-হাসলেন মুশফিক

মুশফিকুর রহিম সুযোগ পেলেই অসহায় মানুষের পাশে দাঁড়ান। অসহায় মানুষকে মনের অন্তরতল থেকে জানান সহমর্মিতা। …