Sunday , January 21 2018
Home / এক্সক্লুসিভ / নিজেদের বিয়েতে নাচলেন সংস্কৃতি মন্ত্রীর মেয়ে-জামাই! (ভিডিও)

নিজেদের বিয়েতে নাচলেন সংস্কৃতি মন্ত্রীর মেয়ে-জামাই! (ভিডিও)

Loading...

বিয়ের পিড়িতে বসেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের কন্যা সুপ্রভা তাসনিম। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুর্মিটোলার গলফ গার্ডেনে আসাদুজ্জামান নূর ও শাহীন আখতার দম্পত্তির একমাত্র কন্যা তাসনিম ব্রিটিশ নাগরিক টিমথি স্টিফেন গ্রীনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তাসনিম এর বিয়েতে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল। উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সচিব, বিচারপতি, আইনজীবী, চিকিৎসক, লেখক, কবি, সাংবাদিকসহ সাংস্কৃতিক অঙ্গনের তারকারা।

বিয়েতে আরও উপস্থিত ছিলেন বর ও কনে পক্ষের আত্নীয় স্বজনরাও। বিয়েতে উপস্থিত সবাই নব দম্পত্তির জন্য দোয়া করেন। বিয়ের অনুষ্ঠান ঘিরে ছিল ব্যাপক আয়োজন। সেই অনুষ্ঠানে নেচেছেন, বড়-কনেসহ আমন্ত্রিত অনেক অতিথিরাও। সংস্কৃতি মন্ত্রীর মেয়ের বিয়ের জমজমাট সেই অনুষ্ঠানের চুম্বক অংশের ভিডিও দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন।

Loading...
Loading...

Check Also

ঝোপের ভিতর উঁকি দিতেই ঘাড়ের ওপর…, তারপরের ঘটনা হাড় হিম করার মতো

Loading... বন দফতর আশ্বাস দিয়েছিল চিতাবাঘ নেই। কিন্তু মন মানতে চায়নি গ্রামবাসীদের। কারণ আশেপাশের তার …