Monday , May 28 2018
Home / জাতীয় / নারায়ণগঞ্জে প্রকাশ্যে গুলি করছে কে এই নিজাম..?

নারায়ণগঞ্জে প্রকাশ্যে গুলি করছে কে এই নিজাম..?

নারায়ণগঞ্জে হকার ইস্যু নিয়ে সংঘর্ষের জেরে এবার প্রকাশ্যে আসলেন আর এক অস্ত্রধারী শাহ নিজাম। তিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি শামীম ওসমানের অনুসারি বলে জানা গেছে।

সংঘর্ষের দিন শাহ নিজাম প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করেছে এমন ছবি গণমাধ্যমের হাতে এসেছে। ছবিতে নিজামকে প্রকাশ্যে গুলি করতে দেখা গেছে।

মেয়র আইভী ও শামীম সমর্থকদের মধ্যে সংঘর্ষের দিন বৈধ অবৈধ অস্ত্র ব্যবহারকারীদের খবর মিডিয়ায় গুরুত্ব দিয়ে প্রকাশ পায়। বিশেষ করে নিয়াজুল প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করার চেষ্টায় গণধোলাইয়ের শিকার হয়। আর নিয়াজুলকে নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। সেই আলোচনার পর অস্ত্রধারীদের খুঁজে বের করে গ্রেফতার করা হবে আইন-শৃঙ্খলা বাহিনী এমন ঘোষণাও দেয়।

এবিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, যারাই অস্ত্র প্রদর্শন করেছে সেগুলো ভিডিও ফুটেজ দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।          সূত্রঃগো নিউজ

Loading...

Check Also

আজ এসএসসির ফল প্রকাশ, সবার আগে যেভাবে দেখবেন ফলাফল

২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। ২টা থেকে শিক্ষার্থীরা স্ব …