Thursday , August 16 2018
Home / ধর্ম ও জীবন / তীব্র ভূমিকম্পেও নামাজ ছাড়েননি ইমাম, ভিডিও ভাইরাল

তীব্র ভূমিকম্পেও নামাজ ছাড়েননি ইমাম, ভিডিও ভাইরাল

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ৮২ জন মারা গেছেন। এছাড়াও কয়েকশ মানুষ আহত হয়েছেন। রিখটার স্কেলের ৭ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে।

এদিকে ভূমিকম্পের সময় এক মসজিদের একজন ইমাম নামাজ পড়াচ্ছেন। তীব্র মাত্রার ভূকম্পন শুরু হলে পেছন থেকে কয়েকজন মুসল্লি দৌড়ে পালিয়ে যান কিন্তু ইমাম তার নামাজ চলমান রাখেন। ভূমিকম্পের মাত্রা আরও বেড়ে গেলে তিনি ভারসাম্যের জন্য পাশের দেয়ালে হাত দেন কিন্তু তারপরও শেষ পর্যন্ত নামাজ চলমান রাখেন তিনি।

ফেসবুক পেজ ‘ইল্মফিড’ ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। অনেকে এটিকে ইমানের পরীক্ষা বলেও আখ্যায়িত করেছেন।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে কারণ এটি পৃথিবীর রিং অব ফায়ারের ওপর অবস্থিত। প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলটিতে ঘন ঘন ভূকম্পন এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখা যায়।

 

Check Also

থার্টি ফাস্ট নাইট, জেনে নিন ইসলাম কি বলে

প্রতি বছর ইংরেজী ৩১সে ডিসেম্বর দিবাগত রাত ১২টা ০১ মিনিট থেকে ঘৃণ্য বিভিন্ন আচার-অনুষ্ঠান নিয়ে …