Friday , July 20 2018
Home / আন্তর্জাতিক / ট্রাম্প কি তখন অসুস্থ ছিলেন!

ট্রাম্প কি তখন অসুস্থ ছিলেন!

বুধবার জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার সময় ঠোঁট আড়ষ্ঠ হয়ে আসছিল প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের। এ নিয়ে পশ্চিমা মিডিয়ায় বেশ লেখালেখি হচ্ছে। বলা হচ্ছে, ওই সময় প্রেসিডেন্ট ট্রাম্প কি সুস্থ ছিলেন কিনা! বিষয়টি হোয়াইট হাউজ পর্যন্তু গড়িয়েছে। তাই হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে, তিনি মেডিকেল চেকআপ করাবেন। আগামী বছরই ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে মেডিকেল চেকআপ করাবেন। এরপর রিপোর্টে কি আসে তা জনসমুক্ষে প্রকাশ করা হবে।

বুধবারের পরের দিন বৃহস্পতিবার সমালোচনার জবাবে এমন কথা বলেছে হোয়াইট হাউজ। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, বুধবার ইসরাইল বিষয়ক ঘোষণা যখন দেন তখন ট্রাম্পের ঠোঁট ছিল অধিকতর শুষ্ক। শব্দের উচ্চারণগুলো আটকে যাচ্ছিল। ফলে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যারা জড়িত তারা তার স্বাস্থ্য নিয়ে সংশয় প্রকাশ করেন। তারা মনে করেন ট্রাম্পের দাঁতে অথবা শারীরিক অন্য কোনো সমস্যা আছে।

ফলে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি স্যান্ডার্স সামনে আসেন বৃহস্পতিবার। তিনি বলেন, ট্রাম্পের ঠোঁট শুধুই শুকিয়ে গিয়েছিল। এতেই সমস্যাটা হচ্ছিল। এর চেয়ে বেশি কিছু না। সারাহ স্যান্ডার্স আরো বলেন, আগামী বছরের প্রথম দিকে তার শারীরিক পরীক্ষার নির্ধারিত সময় রয়েছে। তাতে যা যা তথ্য পাওয়া যাবে তার সবটাই জনগণকে জানানো হবে। উল্লেখ্য, ৭০ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়সী প্রেসিডেন্ট নির্বাচিত জন ট্রাম্প। এখন তার প্রেসিডেন্সির বয়স প্রায় এক বছর। তিনি এখন প্রায় ৭১ বছর বয়সে দাঁড়িয়ে। তবে তিনি নিজের শারীরিক অবস্থা সম্পর্কে প্রকাশ্যে কোনো তথ্য দেন নি।

Check Also

কিম-মুনের বৈঠক ছাপিয়ে ঠান্ডা নুডলসে তোলপাড়

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুদ্ধবিরতি রেখা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করে ইতিহাস …