Friday , September 22 2017
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / কোম্পানির তৃতীয় জন্মদিন উপলক্ষে মাত্র ১ টাকায় দিচ্ছে মোবাইল ফোন!

কোম্পানির তৃতীয় জন্মদিন উপলক্ষে মাত্র ১ টাকায় দিচ্ছে মোবাইল ফোন!

x
Loading...
Loading...
Loading...

চাইনিজ মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান জিআওমি’র তৃতীয় জন্মদিন উপলক্ষে মাত্র ১ টাকায় মোবাইল ফোন বিক্রির ‘ফ্ল্যাশ সেল’ অফার দিয়েছে কোম্পানিটি।

জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার ও শুক্রবার ভারতে ১ টাকায় এমআই ফোন বিক্রির অফার চলছে বলে জানিয়েছে জি নিউজ।

রেডমি ফোর ছাড়াও ১০ হাজার এমপিআয়েরর এমআই পাওয়ার ব্যাংক টু এবং ওয়াইফাই রিপিটার টু পাওয়া যাবে ১ টাকায়।

এ দুই দিনে প্রতি ২৪ ঘণ্টা সময়ের মধ্যে মোট ৬ বার ‘ফ্ল্যাশ সেল’ চলবে। বিক্রির সময় হচ্ছে, সকাল ১১টা, দুপুর ১টা, দুপুর ২টা, বিকেল ৪টা, সন্ধ্যা ৬টা এবং রাত ৮টা।

সৌভাগ্যবান ক্রেতা এই সময়ের মধ্যেই রেডমি ফোর পাবেন মাত্র ১ টাকায়। এমআই এর নিজস্ব ওয়েবসাইটে ‘ফ্ল্যাশ সেল’ চলছে জনিয়েছে জি নিউজ।

Loading...
Loading...
Loading...

Check Also

আজ নাকি রাত হবে না! দাবী বিজ্ঞানীদের, বিস্তারিত তথ্য আরো ভয়ংকর!

x Loading... Loading... Loading... আকাশপ্রেমীরা এই আগস্ট মাসে বেশ ব্যস্ত। প্রথমে চন্দ্রগ্রহণ, এরপর আসছে সূর্যগ্রহণ। …