Thursday , August 16 2018
Home / খেলাধুলা / ঈদেরপর বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ

ঈদেরপর বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ

সর্বশেষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ে আত্মবিশ্বাস তুঙ্গে টিম বাংলাদেশের। আসন্ন ঈদের আগে টাইগারদের আর কোন ম্যাচ নেই। ঈদের পরই ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়াকাপ টি-২০ টুর্নামেন্ট।

২৭ই আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের ক্যাম্প। প্রথমে শুরু হবে ফিটনেস ট্রেনিং। এরপরে পহেলা সেপ্টেম্বর থেকে শুরু হবে স্কিল ট্রেনিং। জানা গেছে কিছুদিনের মধ্যে মধ্যেই প্রাথমিক দল ঘোষণা হতে পারে।

আঙ্গুলের ইঞ্জুরিতে এই সিরিজ মিস করতে পারেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আঙ্গুলে অপরেশনের ঘোষণার পর থেকে এমনটা শুনা যাচ্ছে।

আগামী ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে দুবাই এশিয়া কাপ ২০১৮ এর। ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর।

Check Also

হাথুরুর চেয়ে যেখানে নিজেকে আলাদা প্রমাণ করলেন রোডস

টিম বাংলাদেশের নতুন কোচ স্টিভ রোডস। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই টাইগারদের প্রধান কোচ হিসেবে নিয়োগ …