Friday , February 23 2018
Home / খেলাধুলা / আমেরিকা থেকে বড় একটি সুখবর উড়ে এল মাহমুদুল্লাহ রিয়াদের কাছে

আমেরিকা থেকে বড় একটি সুখবর উড়ে এল মাহমুদুল্লাহ রিয়াদের কাছে

প্রথম বাংলাদেশী অ্যাথলেট বা খেলোয়াড় হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সাহায্য সংস্থা ইউএসএইডের (USAID)’র শুভেচ্ছাদূত হচ্ছেন জাতীয় দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। সামাজিক উন্নয়নে সংস্থাটির বিভিন্ন কর্মসূচীর প্রচারণা কাজে অংশ নিবেন বিপিএলে খুলনা টাইটান্সের এই অধিনায়ক।

সবার জন্য টেকসই শিক্ষা, সুস্বাস্থ্য, পুষ্টি নিশ্চিত করতে জনসচেতনতা বাড়াতে ভূমিকা রাখবেন মাহমুদুল্লাহ রিয়াদ। একই সমাজের সার্বিক কর্মকান্ডে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করবেন বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ।

সোমবার রাজধানীর লং বিচ হোটেলে ইউএসএইডের সঙ্গে ১ বছরের জন্য শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি করবেন মাহমুদুল্লাহ। ইউএসএডের পক্ষে চুক্তি সই করবেন সংস্থাটির বাংলাদেশের মিশন প্রধান জেনিনা জারুজেলস্কি।

Check Also

এইমাত্র পাওয়া খবর, খেলার মাঝে মাঠেই এক বোলারের মৃত্যু!

এইমাত্র পাওয়া খবর, খেলার মাঝে মাঠেই এক বোলারের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভারতের হায়দরাবাদে বোলিং …