Friday , September 22 2017
Home / বিজ্ঞান ও প্রযুক্তি / আজ নাকি রাত হবে না! দাবী বিজ্ঞানীদের, বিস্তারিত তথ্য আরো ভয়ংকর!

আজ নাকি রাত হবে না! দাবী বিজ্ঞানীদের, বিস্তারিত তথ্য আরো ভয়ংকর!

x
Loading...
Loading...
Loading...

আকাশপ্রেমীরা এই আগস্ট মাসে বেশ ব্যস্ত। প্রথমে চন্দ্রগ্রহণ, এরপর আসছে সূর্যগ্রহণ। আর বাজারে নতুন খবর। ১২ই আগস্ট নাকি রাত নামবে না পৃথিবীতে। মানে গোটা ২৪ ঘন্টা জুড়ে শুধুই নাকি দিনের আলো থাকবে। আর সেই গোটা দিনের সৌজন্যে থাকবে পার্সিড উল্কা।

ইন্টারনেটে এখন খবরের শিরোনামে এই পার্সিড উল্কা। একটি জাতীয় সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী আপাতত ভাইরাল এই বিষয়। সমস্যা শুধু একটাই, ঘটনার থেকে রটনা বেশি হচ্ছে পার্সিড উল্কা নিয়ে। আর এই রটনাকেই অনেকে সত্যি বলে ধরে নিচ্ছেন। ফলে গল্প ছড়াচ্ছে অনেক।

পার্সিড উল্কা ঠিক কি? জানেন না অনেকেই। ধূমকেতু সুইফ্ট টাটেলের গতিপথে ফেলে যাওয়া ধুলো ও ধ্বংসাবশেষের যে রেখা তৈরি হয়, সেখান থেকে প্রতি বছর আগস্ট মাসে পৃথিবীর আকাশে দেখা যায় পার্সিড উল্কাপাত। এই ধূমকেতুর অংশ পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এলে ঘটে আলোর বিচ্ছুরণ। ১৭ই জুলাই থেকে এই উল্কাপাত শুরু হলেও, তা গোচরে আসেনি। বিজ্ঞানীরা বলছেন, ১২ই আগস্ট সবচেয়ে বেশি উল্কাপাত হবে। ফলে রাতের অন্ধকারকে ছাপিয়ে আলোর বৃষ্টিতে উজ্জ্বল হয়ে উঠবে পৃথিবী।

তবে রাত হবে না পৃথিবীতে। এই তত্ত্বকে পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন নাসার মেটিওরয়েড এনভায়রনমেন্ট বিভাগের প্রধান বিল কুক। এটা মানবসভ্যতার উজ্জলতম উল্কাপাত নয় বলে তাঁর ব্লগে জানাচ্ছেন কুক। সাধারণত উল্কার গতি ঘন্টায় ৮০-১০০ কিলোমিটার হয়। তবে এবার সেই গতি বেড়ে দাঁড়াবে ১৫০। তাই শনিবার রাত নামবে না পৃথিবীতে, এই তত্ত্ব একেবারেই ভুল। সূত্র : সংবাদ প্রতিদিন।

Loading...
Loading...
Loading...

Check Also

ছদ্মবেশী ফেসবুকের যে ফাঁদে পা দেবেন না

x Loading... Loading... Loading... ছদ্মবেশী ফেসবুক বার্তায় ক্লিক করা থেকে সাবধান থাকুন।কয়েক দিন ফেসবুকে ঢোকেননি, …